বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিং প্রতিরোধে জন সচেতনতা মূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিং এর মাধ্যমে সৃষ্ট নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষে সচেতনতা মূলক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে দাউদখালী ইউনিয়নের রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী এমপি।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অ্যাড. শাহনেওয়াজ বেগম, অফিসার ইনচার্জ আ.জ মো: মাসুদুজ্জামান মিলু, ইউডিএফ এর প্রতিনিধি বিপ্লব কুমার ঠাকুর, প্রধান শিক্ষক জহির খান, শিক্ষক সাইতুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রুস্তুম আলী ফরাজী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আন্দোলন জানান। এছাড়া মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান। শেষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
Comments
আরও পড়ুন





