বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় হাফসা খাতুন (১৫) নামের দশম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী থানা পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল। শুক্রবার (২৯ জানুয়ারী) রাতে নিজ বাড়িতে অভিভাবকরা ছাত্রীর বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ বাড়িতে হানা দিয়ে বিয়ে বন্ধ করে দেন। হাফসা খাতুন উপজেলার দেবীপুর গ্রামের আবুল হাসানের মেয়ে ও বেগম ফজিলাতুননেছা মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী।
থানা পুলিশ জানায়, ওই ছাত্রীর অভিভাবকরা শুক্রবার রাতে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে তাৎক্ষনিক ওই বিয়ে বাড়িতে গেলে বর যাত্রীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় কনের মা রোকসনাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক কনের মা রোকসানা বেগমকে ৬ হাজার টাকা জরিমানা করেন ও একটি মুসলেকা রেখে ছেড়ে দেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ্দুজামান বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ ও কনের মাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
Comments
আরও পড়ুন





