বলৎকারের অভিযোগে ইমাম আটক ॥ আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১২ বছরের এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মো. আলমগীর হোসেন (২৬) নামের ইমাম ও হেফজখানার শিক্ষকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর উপজেলার পাতাকাটা গ্রামের মো. মজিবর রহমান মৃধার ছেলে ও স্থানীয় আঙ্গুলকাটা জামে মসজিদের ইমাম। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ মে সন্ধ্যায় মসজিদ সংলগ্ন পুকুরের ঘাটলার উপর যৌন লালসার শিকার হন ওই হেফজখানার ১২ বছরের শিশু ছাত্র। এ ঘটনায় শিক্ষার্থীর নানা আমীর হোসেন মাস্টার বাদী হয়ে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করলে ওই রাতেই ইমামের বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ইমাম আলমগীরকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





