বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার: প্রধান প্রজণন মৌসুমে ডিম ওয়ালা মা ইলিশ রক্ষার কর্মসূচীর আওতায় বলেশ্বর নদীতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কচুবাড়িয়া, খেতাচিড়া ও জলাঘাট এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ১হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত জাল বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় পুড়িয়ে ফেলা হয়। ওই জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক ও অফিস সহায়ক মনোজ কুমার।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বলেশ্বর নদীর তুষখালী থেকে খেতাচিড়া এলাকা পর্যন্ত টানা ৪ নভেম্বর পর্যন্ত ডিম ওয়ালা ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে। তিনি আরও বলেন, এই সময় মা ইলিশ রক্ষার জন্য জেলে প্রতি ২০ কেজি চাল দেয়া হবে।
Comments
আরও পড়ুন





