বলেশ্বরে জেলের সলিল সমাধির আশংকা! এলাকায় শোকের ছায়া
স্টাফ রিপোর্র্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বরে নদীতে মাছ ধরতে গিয়ে নাঈম ফরাজী (২৮) নামের এক জেলে নিখোঁজ হন। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে নদীতে ইলিশের জাল পাতার সময় নাইম নদীতে পড়ে স্রোতে ভেসে যায়। এসময় অপর জেলেরা বহু চেষ্টা করেও স্রোতের কারণে তাকে উদ্ধার করতে পারে নি। নাঈম উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী খেতাছিড়া গ্রামের আঃ রব ফরাজীর পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আফজাল বেপারী জানান- গত মঙ্গলবার ভোর ৫টার সময় স্থানীয় বলেশ্বর বাজারের দক্ষিণ পাশে নদীতে ইলিশ জাল পাতে। এসময় নাঈম হঠাৎ নদীতে পড়ে স্রোতে ভেসে যায়। তিনি আরও জানান- নাঈম একজ মৃগী রোগী। ওই রোগের কারনে এর আগেও সে পুকুরের পানিতে ডুবে সে আহত হলে স্বজনরা উদ্ধার করে।
স্থানীয় চৌকিদার মো. হারুন হাওলাদার জানান, গত দুইদি ধরে নাঈম নিঁখোজ থাকায় পিতা আ. রব ফরাজী ও অন্তসত্তা স্ত্রী তানজিলা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদ্দুজ্জান মিলু জানান- আশংকা করা হচ্ছে মৃগী রোগের কারণে ওই জেলের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করলেও নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্য পরিচালনা করা যায়নি।
Comments
আরও পড়ুন




