বলেশ্বরে জেলেদের ওপর প্রভাবশালীদের অত্যাচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীতে মাছ ধরা জেলেদের ওপর স্থানীয় প্রভাবশালীদের অত্যাচার, হয়রানী, মাসোহারা গ্রহণ ও জাল পাতার সিরিয়াল বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জেলেরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের বলেশ্বর নদীর তীরের তুলাতলা ঘাট নামক স্থানে বেরী বাধের ওপর সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন ফেষ্টুন বুকে ঝুলিয়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জেলেসহ দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন প্রভাবশালীদের হাতে সর্বশান্ত জেলে শাহজাহান হাওলাদার, আড়ৎদার স্বপন তালুকদার ও সমাজ সেবক শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক এক নেতার মদদে জাকির হোসেন নামের কথিত এক মৎস্য আড়ৎদারসহ একটি চক্রের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আগে ও পিছনের সিরিয়ালের খেও বিক্রির অভিযোগ আনেন। এছাড়াও ওই প্রভাবশালীদের বিরুদ্ধে নিরীহ জেলেদের কম দামে মাছ বিক্রিতে বাধ্য করা, মাসোহারা গ্রহণসহ নানা রকম অত্যাচার ও হয়রানীর চিত্র তুলে ধরে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
Comments
আরও পড়ুন





