বলেশ্বরে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জেলেকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বরে সামনের সিরিয়ালে জাল পাতাকে কেন্দ কর্রে সৃষ্ট বিবাদে প্রতিপক্ষের হামলায় ইব্রাহীম (২৮) নামের এক জেলে গুরুতর জখম হয়েছে। স্বজনরা নদীতে মাছ ধরা ট্রলার হতে গুরুতর অবস্থায় ইব্রাহীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে কাটাখাল নামক স্থানে বলেশ্বর নদীতে ঘটেছে। আহত ইব্রাহীম উপজেলার জানখালী গ্রামের খলিলুর রহমানের পুত্র।
আহত সূত্রে জানাযায়- জেলে ইব্রাহীম বৃহস্পতিবার ভোররাত ৪টার সময় খাটাখাল নামক স্থানে বলেশ্বর নদীতে মাছ ধরার জন্য ইলিশের জাল ফেলে। এর কিছুক্ষণ পর প্রতিবেশী জেলে রাসেল, নজরুল ও নাইমও সামনে জাল পাতে। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায় উল্লেখিত প্রতিপক্ষ ও অজ্ঞাত নামা আরও ২/৩ জন ট্রলারে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ইব্রাহীমকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতারি কোপালে ও পিটালে মলদ্বারসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
অভিযুক্ত জেলে রাসেল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলে, ইব্রাহীম নিজের ট্রলার থেকে পড়ে আহত হয়েছে বলে দাবী করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





