বলেশ্বরের মাঝের চরবাসিদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করল ইউএনও

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বলেশ্বর নদীর বুকের বিচ্ছিন্ন মাঝেরচর বাসিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক এ খাদ্য উপহার সহায়তা পৌঁছে দেন। এতে চরবাসি ২০টি দুর্গত পরিবারের মাঝে চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, মঠবাড়িয়ার মাঝেরচর একটি বিচ্ছিন্ন জনপদ। করোনা সংক্রমন রোধে চরবাসি পরিবারগুলোর আয় কমে গেছে। এসব পরিবারে কয়েক দফা মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এসময় চরবাসিদের নিয়মিত স্বাস্থ্যবিধি মানতে যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে।
Comments
আরও পড়ুন





