বলেশ্বরের তীরে মিলল হাত বাঁধা অজ্ঞাত নারীর গলিত মরদেহ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার তুষখালী ইউনিয়নে বলেশ্বর নদী তীরবর্তী জানখালী গ্রামের একটি ইট ভাটার পশ্চিম পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা অজ্ঞাত দূর্বৃত্তরা এ ৩০/৩৫ বছর বয়সী ওই নারীকে হাত বেঁধে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের কুইক রেসপন্স টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করি। তিনি আরও জানান, চার ফুট উচ্চতার ওই নারীর মুখমন্ডল বিকৃত ও অর্ধগলিত। তার পড়নে খয়েরী ও সবুজ রংয়ের পেটিকোট, দুষর সাদা ছাপার ছেড়া কাপড়, একটি হাতের কব্জিতে দুইটি চুড়ি রহিয়াছে, গলায় একটি সাদা কালো রংয়ের পুতির মালা এবং হাতের কব্জি নেটের জাল দিয়া বাধা। লাশটির মাথায় কোন চুল নেই।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল রহস্য জানা যাবে। এ নারীর পরিচয় জানার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান- এ ব্যপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন- আনুমানিক ৩০/৩৫ বছরের ওই নারীর লাশের হাত বাঁধা ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তরা হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়েছে। তার পরেও ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে।
Comments
আরও পড়ুন





