বর্ণাঢ্য আয়োজনে মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে মঠবাড়িয়া ঐতিহ্যবাহী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৮ মার্চ রোববার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন মঠবাড়িয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপাতি আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, শিক্ষক সমিতির নেতা এম এ কুদ্দুস, আব্দুল লতিফ সিকদার, এম.এ রাশেদ, শিক্ষানুরাগী সালাউদ্দিন ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।
Comments
আরও পড়ুন





