বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন পিরোজপুরের এসপি সালাম কবির

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির আগষ্ট মাসে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদক উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্ত:জেলা ডাকাত গ্রেফতার, বাল্য বিয়ে ও ইভটিজিং রোধ, ট্রাফিক আইন লংঘনের দায়ে জরিমানা আদায়, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি সহ বিভিন্ন পুলিশী সেবার সব কার্যক্রমে বেগবান ও শক্তিশালী ভূমিকা পালন করার জন্য কাজের অবদান হিসেবে পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত ও পুরষ্কৃত করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে পুরষ্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো: শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)। এসময় রেঞ্জ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও সকল জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, এ পুরষ্কার প্রাপ্তি আমার কাজের গতিকে আরো বেগবান করবে। এ সময় তিনি বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো: শফিকুল ইসলামের ভুয়সী প্রশংসা করে বলেন, ডিআইজি মহোদয়ের নির্দেশনা ও দক্ষতায় বরিশাল রেঞ্জের পুলিশী কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়ার সংবাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
Comments
আরও পড়ুন





