বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্ম বার্ষিকী পালন ও সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শনিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী এ্যাডভোকেট শাহানাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক, প্রেসকাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।
এ সময় উপজেলার ৬ জন দু:স্থ নারীর মাঝে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Comments
আরও পড়ুন





