বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ভগিরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের সম্মুখে মাঠের জমি দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকালে কলেজ সম্মুখে ভগিরথপুর-ঝাউতলা সড়ক অবরোধ করে ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে প্রভাবশালী কর্তৃক জমি দখলের এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক মো. জালাল উদ্দিন, গাজী মো. সওগাতুল আলম, কাজী কামাল হোসেন, অভিভাবক আলতাফ হোসেন গাজী ও শিক্ষার্থী মো. শাওন হাওলাদার। এর আগে কলেজ কর্তৃপক্ষ অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির বলেন, কলেজের সম্মুখের মাঠের জমি স্থানীয় একটি মহল জবর দখলের পায়তারা চালাচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা এর তীব্র প্রতিবাদ ও সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ মাঠের একাংশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভবনের নির্ধারিত স্থান হিসেবে রাখা হয়। ওই জমি স্থানীয় প্রভাবশালী একটি মহল জোর করে দখলের পায়তারার চালায়। এ ব্যপারে তারা প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্ববান জানান।
Comments
আরও পড়ুন





