বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু ফুটবল কাপ টুর্নামেন্ট-২০১৮ এর চুড়ান্ত খেলায় ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ২০ নং সাফা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তুমুল প্রতিযোগিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি জি.এম. সরফরাজ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, সুমন্ত্র হালদার, ম্যনেজিং কমিটির সহ-সভাপতি কামাল খান ও সদস্য স্বাধীন খাঁন হিরা। অনুষ্ঠানে সকল সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদল পৌরশহরে আনন্দ মিছিল বের করে।
Comments
আরও পড়ুন





