বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি : মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা

দিলীপ মজুমদার : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিব আমার চেতনা-মুজিব আমার বিশ্বাস এই শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল মঠবাড়িয়া উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুর রহমান নিজেই এ শ্লোগান ধরলে মুজিব ভক্তরা আবেগে আল্পুত হয়ে শ্লোগানের ধ্বনি তোলেন।
১লা নভেম্বর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ “ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ‘মেমোরি অব দ্যা’ ওয়ার্ল্ড রেজিষ্টার” এর অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি পাওয়ায় আজ শনিবার সকালে মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক ও শিক্ষার্থীসহ সহ¯্রাধিক মানুষ সমবেত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, জেলা আ’লীগ সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।
Comments
আরও পড়ুন





