বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙ্গালীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যোগায়-আশরাফুর রহমান

দিলীপ মজুমদার: মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আ’লীগ সদস্য মোঃ আশরাফুর রহমান বলেছেন- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙ্গালীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যোগায়। সেদিন জাতির জনকের ডাকে ছাত্ররা ক্লাশ ছেড়ে দেশরক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি আরও বলেন- দীর্ঘ সংগ্রামে দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি। যুদ্ধ বিধ্বস্ত পরবর্তী সদ্য সরকার গঠন করা সরকারকে একটি কুচক্রি মহল বঙ্গবন্ধু ও তাঁর স্ব পরিবারে হত্যার পর দেশ পিছিয়ে পড়ে। ১৯৯৬ সালের ১২জুন বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিন ক্ষমতায় আসার পর দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়। ২০৪১সালে উন্নত বাংলাদেশে পরিণত হবে। তিনি আরও বলেন, সেদিন আর বেশি দুরে নয়। আমরা সিংগাপুর বা মালয়েশিয়ার মত উন্নত হব। আশরাফুর রহমান আজ বুধবার বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর আ.লীগ আয়োজিত ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি মোস্তফা শাহ আলম দুলাল, আরিফ-উল-হক, যুগ্ম সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ।
Comments
আরও পড়ুন





