বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

দিলীপ মজুমদার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল” রেজিষ্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য’ ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনে মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আগামী ২৫ নভেম্বর শনিবার শোভাযাত্রা পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জিএম সরফরাজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, আ.লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা কৃষিকর্তা মুহা. মনিরুজ্জামান, মঠবাড়িয়া থানার এসআই মো. জাকির হোসেন, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।
ওই সভায় ২৫ শে নভেম্বরের আনন্দ শোভাযাত্রা সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Comments
আরও পড়ুন





