বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মহিউদ্দীন আহম্মেদ ও তাঁর স্ত্রী নারী সংগঠক রেবেকা মহিউদ্দীনের স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জীবিত থাকা অবস্থায় মহিউদ্দিন আহম্মেদকে যথাযথ সম্মান দেয়া হয়নি। দলীয় কিছু কুলাঙ্গার ষড়যন্ত্র করে নির্বাচনে পরাজিত করায় শেষ বয়সে অনেক কষ্ট নিয়ে সে মঠবাড়িয়া ত্যাগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মহিউদ্দিন আহম্মেদ মাতৃ ভাষা বাংলা ও স্বাধীনতার কথা বলতে গিয়ে পশ্চিম পাকিস্তান সরকারের রোষানলে পড়ে তাঁর যৌবনের ১৪টি বছর কারাগারে কেটেছে। ওই সময় তাঁর পরিবারের শক্তভাবে হাল ধরেছিলেন তাঁরই সহধর্মিনী রেবেকা মহিউদ্দিন। মাতৃভাষা ও মুক্তিযুদ্ধের জন্য মহিউদ্দিন আহম্মেদকে সবসময় পাশে থেকে অতন্ত্র প্রহরীর মত উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিল রেবেকা মহিউদ্দিন। শুধু তাই নয় এই মহিয়ষী নারী ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধাদের অর্থ ও সাহায্য দিয়ে সহযোগিতা করেছিলেন। বঙ্গবন্ধুর বাল্য বন্ধু মহিউদ্দিন আহম্মেদ জেলে থাকা অবস্থায় তাঁর সন্তানদের নিয়ে এখানে সেখানে অর্ধাহারে অনাহারে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছিল বলে বক্তারা স্মরণ সভায় উল্লেখ করেন।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা মহিউদ্দিন আহম্মেদ ও তাঁর সদ্য প্রয়াত স্ত্রী নারী সংগঠক রেবেকা মহিউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরে ওই নেতার প্রতিষ্ঠিত মহিউদ্দীন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ মাঠে বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ওই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই দম্পত্তির জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহম্মেদ সাজ্জাদুল আলম ববি।
মহিউদ্দীন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, কলেজের গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি ও স্বাচিপ নেতা অধ্যাপক ডা. এম. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি সুভাষ মজুমদার, আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা আবদুল লতীফ শিকদার, প্রভাষক জুলহাস শাহিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী-শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে ওই দম্পত্তির রূহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
Comments
আরও পড়ুন





