বই উৎসবে মুখরিত মঠবাড়িয়া

স্টাফ রিপোর্টার: ইংরেজী নববর্ষ ২০২০ সালের ১ জানুয়ারী সারা দেশের ন্যায় উপকুলীয় উপজেলা মঠবাড়িয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব পালিত হল। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউএনও, উপজেলা পর্যায়ের সরকার দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ, ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। উপজেলার ২শ ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫০টি কিন্ডার গার্টেন, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪৮টি মাদ্রাসাসহ মোট ৩শ ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার ৬শ ৪৭ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই তুলে দেয়া হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, টিকিকাটা সিনিয়র মাদ্রাসায় উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও কেএম লতিফ ইনষ্টিটিউশনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরসহ অন্যান্য নেতৃবর্গ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন।
সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদসহ আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর হোসাইন মোল্লা, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ।
Comments
আরও পড়ুন





