ফ্রান্সে রাসূল (সাঃ) কে অবমাননার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ফ্রান্সে রাসূল (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) আসর নামাজ বাদ জমিয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ভবনের সম্মুখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক সহ¯্রাধিক তৌহিদী জনতা অংশ নেয়। এক পর্যায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশের রুপ নেয়।
জমিয়াতে জিবুল্লাহর উপজেলা সেক্রেটারী মাওলানা আবু জাফরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের জাতীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, টিকিকাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু জাফর, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাও: শাহ জালাল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ উল-হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল ও মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, রাসুল (সাঃ) এর মহব্বতে ফ্রান্সের সকল পণ্য আমাদের সকলের বর্জণ করতে হবে। আমাদের এ আন্দোলন সেদিন পর্যন্ত অব্যহত থাকবে যতদিন না ফ্রান্স সরকার মুসলিম জাতির কাছে এ ঘৃন্য ঘটনা নিয়ে ক্ষমা চাইবে। তার সাথে সাথে সরকারের কাছে তারা দাবী জানিয়েছেন ফ্রান্সের সাথে সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Comments
আরও পড়ুন





