ফেসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস ॥ হিন্দু যুবককে আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় একটি ফ্যাক আইডি থেকে ফেসবুকে ইসলাম নিয়ে কটুক্তি করায় অরুণ ঘরামী (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কতিপয় যুবক উপজেলা পরিষদ সম্মুখে তাকে আটক করে মারধর করলে থানা পুলিশ খবর পেয়ে অরুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। অরুণ উপজেলার ছোট শিংগা গ্রামের বিপুল ঘরামীর পুত্র।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো: জাহিদ জানান, গত ৭/৮ মাস আগে ওই যুবক অরুন একটি ফ্যাক আইডি থেকে ইসলাম নিয়ে কটুক্তি মূলক স্টাটাস দেয়। এ স্টাটাসটি সর্বত্র ছড়িয়ে পড়লে মুসলমান যুবকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় কতিপয় যুবক উপজেলা পরিষদ গেট সংলগ্ন রাস্তায় বসে অরুনকে গণধোলাই দেয়। গণধোলাই খেয়ে একটি ফার্নিচারের দোকানে আশ্রয় নেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে জনতার হাত থেকে উদ্ধার করে অরুণকে থানায় নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাসুদ্দুজামান মিলু জানান, আটক অরুনকে মঙ্গলবার দুপুরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ইসলামের কটুক্তি করার বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





