ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ ফরাজী কলেজের মেধাবী প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজের প্রাক্তন মেধাবী ও একাদশ শ্রেনীতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীরা। এসময় তাদের রজনী গন্ধা, গোলাপ আর ক্রেষ্ট দিয়ে প্রাক্তনদের সংবর্ধণা ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় অতিথিরা। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনকে রঙ বেরংয়ের বেলুন, ব্যানার ফেষ্টুন সাটানো হয়।
শনিবার (১৮ ফেব্রæয়ারী) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত ডাঃ রুস্তুম আলী ফরাজী কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা (পিরোজপুর-৩) মঠাড়িয়া থেকে নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তুম আলী ফরাজী। এসময় কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, থানার অফিসার উনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ, কলেজের গভর্ণিং বডির সভাপতি (এমপির সহধর্মিনী) অবসর প্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ ফারুক হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ও একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থী তামান্না আক্তার মিম। অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেনীতে ভর্তিকৃত প্রায় পাঁচশত ও প্রাক্তন (প্রতিষ্ঠাকালীন-২০০১) ১শ’ ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Comments
আরও পড়ুন





