প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফিরাত ও করোনায় অসুস্থদের রোগমুক্তির কামনায় আলোচনা ও দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও সাবেক কমান্ডার বাচ্চু আকনসহ করোনায় অসুস্থদের আশুরোগ মুক্তির কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা কমান্ডের উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়াতনে ইউএনও ও কমান্ডের প্রশাসক ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদ্দুজ্জামান মিলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রবীণ মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, এ্যাড. মজিবুর রহমান মুন্সী, ফারুকুজ্জামান ও রফিকুল ইসলাম জালাল প্রমুখ। ওই সভায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর পিতা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
পরে মৃত মুক্তিযোদ্ধাদের রুহের ও অসুস্থদের দ্রুত রোগ মুক্তির কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের সানি ইমাম মাওলানা গোলাম কিবরিয়া মোনাজাত পরিচালনা করেন।
Comments
আরও পড়ুন





