প্রায়তদের স্মরণ সভার নামে আশ্রমের অবৈধ কমিটি গঠনের অভিযোগ ॥ চরম উত্তেজনা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া উপজেলা শাখার প্রায়ত সভাপতি, সম্পাদক ও ৩২ জন সদস্যদের আয়োজিত স্মরণ সভায় একটি পক্ষের বিরুদ্ধে অবৈধ কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। ওই নতুন কমিটি প্রত্যাক্ষান করে প্রতিপক্ষ সংবাদ সম্মেলন করলে সভাস্থলে উভয় গ্রুপের মধ্যে চমর উত্তেজনা দেখা দেয়।
রোববার (৬ জুন) সকালে বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখা সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন বর্তমানে তাদের কমিটি বৈধ ও নতুন কমিটি অবৈধ দাবী করেন। লিখিত বক্তব্যে সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক শ্রী শ্যামল মিত্র বলেন, গুরুদেব মারা যাবার পর বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটি আশুতোষ পাইককে সভাপতি ও শ্যামল মিত্রকে সাধারণ সম্পাদক করে গত ২৮ মার্চ ৪১ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা কমিটির অনুমোদন দেন। যার কার্যকাল আগামী ৩ বছর। কিন্তু গত ৪ জুন কিছু বহিরাগত লোক উপস্থিত করে সেবাশ্রমের টাকা আত্মসাৎ করার অপরাধে গুরুদেব কর্তৃক বহি:স্কৃত বাবুল হালদার সভাপতি ও বিভিন্ন সময় বিরোধ সৃষ্টিকারি সঞ্জিব সমাদ্দার লিটন সাধারণ সম্পাদক হয়ে একটি কমিটি গঠন করেন। যা আশ্রমের গঠনতন্ত্র বিরোধী ও প্রচলিত আইনের পরিপন্থি। সংবাদ সম্মেলনে এ কমিটি বাতিল বলে ঘোষণা করেন।
এসময় বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আশুতোষ পাইক, সহ-সভাপতি বাবুল হালদার, সহ সম্পাদক মলয় রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, কোষাধ্যক্ষ যুগল অধিকারী, অর্থ সম্পাদক অজয় মজুমদার, সদস্য ননী বিশ্বাসসহ ২০ সদস্য উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





