প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিন : মঠবাড়িয়ায় অনুপস্থিত ৩শ ১৯ জন শিক্ষার্থী

দিলীপ মজুমদার : মঠবাড়িয়ায় রোববার থেকে শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই ৫ হাজার ৮শ ৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩শ ১৯ জন শিক্ষার্থী। উপজেলার ২৬টি কেন্দ্রে অধিকাংশই সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হলেও বেশ কয়েকটি কেন্দ্রে প্রশ্নপত্রে উত্তর লিখে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে সাপলেজা, টিকিকাটা সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষে দায়িত্ব না থাকলেও কতিপয় বহিরাগত শিক্ষকরা কেন্দ্রে ভীড় করতে দেখা যায়। তাতে পরীক্ষার কার্যক্রম কিছুটা ব্যহত হয় এবং বিদ্যালয় খোলা থাকায় শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, বিদ্যালয়ের ক্লাশ বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া বেআইনী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





