প্রশাসন স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিল ॥ কনের বাবার দন্ড

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ফল প্রার্থী আমেনা আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিল উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কনের বাড়িতে ধূমধাম চা-নাস্তা সেরে মৌলভী ডেকে বিয়ের প্রস্তুতির সময় পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত। এসময় বর পক্ষ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও নিজের মেয়েকে জোর পূর্বক বিয়ে দেয়ার চেষ্টার দায়ে পিতা মোঃ দুলাল আকনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস। ওই স্কুল ছাত্রী উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের দুলাল আকনের মেয়ে ও স্থানীয় ১৭৬ নং ঝুলঝুড়ি নব-আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট রিপন বিশ্বাস জানান, ওই শিশুটিকে গ্রাম্য মৌলভী ডেকে বিয়ের আয়োজনের খবর ৩৩৩ মাধ্যমে জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের নের্তৃত্বে পুলিশ পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করি। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় স্কুল ছাত্রীর বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তিনি আরও জানান, এর আগেও দন্ডপ্রাপ্ত দুলাল তার মেয়ে ফাতিমাকে বাল্যবিয়ে দিয়েছিল।
Comments
আরও পড়ুন





