প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে নুর আলা নুর ইসলাম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারী) মিরুখালী গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মিরুখালী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ও মজিবুর রহমান গাজীর ছোট ছেলে সুমন গাজীর সাথে দশম শ্রেণিতে পড়–য়া মাদ্রাসা ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি স্থানীয় লোকজন সাংবাদিকদের অবহিত করলে বিষয়টি ইউএনওকে জানান। পরে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী পালিয়ে গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের মা তাছলিমা বেগম ও ছেলের বোন পাপিয়া বেগমকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে ১৮ বছরের আগে মাদ্রাসা ছাত্রীকে বিয়ে না দেবার শর্তে ইউপি সদস্য মনির হোসেন ও নারী ইউপি সদস্যের স্বামী জামাল হোসেন লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান সব সময় অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





