প্রশাসনের সাথে চৌকিদারদের করোনা ভাইরাসে করণীয় শীর্ষক মতবিনিময়

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার একটি পৌরসভা ও ১১ ইউনিয়নে করোনা ভাইরাসে করণীয় ও সচেতনা বৃদ্ধির লক্ষে গ্রামপুলিশের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলায় কর্তব্যরত ১শ ৮জন গ্রামপুলিশ এতে উপস্থিত ছিলেন।
ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ আ.জা.ম. মাসুদুজ্জামান মিলু প্রমুখ।
ওই সভায় ওয়ার্ড পর্যায়ে স্ব-স্ব এলাকায় সদ্য আগত বিদেশীদের বিষয়ে তথ্য প্রদান ও প্রশাসনকে অবহিত করণ, তাদের নিজ ঘরে অবস্থান করণে উদ্বুদ্ধকরণসহ এলাকাবাসিকে স্বাস্থ্য সচেতন করার কর্ম কৌশল নিয়ে আলোচনা করা হয়। আগত প্রবাসি নিয়ম শৃঙ্খলা না মানলে প্রশাসনের নিকট জানানোর নির্দেশনা দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলায় সম্প্রতি ১১১ জন বিদেশ ফেরত বাড়িতে ফিরে এসে অবস্থান করছে। এর মধ্যে তুষখালী ইউনিয়নে ৮ জন, বড়মাছুয়া ১৮ জন, বেতমোরে ১৮ জন, আমড়াগাছিয়া ১৭ জন, দাউদখালী ৫ জন, টিকিকাটা ১৫ জন ও মিরুখালী ৩০ জন।
এ বিষয় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিবুর রহমান বলেন, করোনা ভাইরাস নিয়ে গুজব কিংবা আতঙ্ক সৃস্টি না করে সকলকে সচেতন হতে হবে। নিয়মিত দুই হাত পরিস্কার পরিচ্ছন্নতাসহ ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা করতে হবে। প্রবাসি স্বজনদের অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। গ্রাম্য হাট বাজারে জনসমাগম এড়িয়ে চলতে হবে।
Comments
আরও পড়ুন





