প্রবীণ ব্যাবসায়ী ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু সুবল চন্দ্র সাহার পরলোক গমন

মঠবাড়িয়া পৌর শহরের প্রবীণ ব্যাবসায়ী ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পরম শ্রদ্ধেয় বাবু সুবল চন্দ্র সাহা (৬৮) আর নেই। বুধবার আনুমানিক সন্ধ্যা ছয়টায় রাজাপুর হাসপাতালে পরলোক গমন করেন।মৃত্যকালে তিনি স্ত্রী,একমাত্র পুত্র রেখে গেছেন। তার পুত্র উপজেলার ১১১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব কুমার সাহা জানান হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা হলে বুধবার দুপুরে তূষখালী থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হয়।কাউখালী পৌছার পর গুরুতর অসুস্থ হলে এ্যাম্বুলেন্সযোগে তাঁকে রাজাপুর হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাত ১১ টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরে মরদেহের শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে বৃহস্পতিবার সকালে বরিশালের বানারীপাড়ার বাইশারী গ্রামে পরিবারিক শ্মশানে শেষ কৃত্য অনুষ্টিত হবে।মঠবাড়িয়ার প্রবীন এ আঃলীগ নেতার আকস্মিক মৃতুতে দলীয় নেতা কর্মি ও পৌরসভার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Comments
আরও পড়ুন





