প্রবাসীর স্ত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার: মিরুখালীতে এক প্রবাসীর স্ত্রী (২২) কে ধর্ষণ চেষ্টার দায়ে শহিদুল ইসলাম সাগর (২৭) নামে বখাটে যুবককে ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আজাহার আলী সরদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই জাহিদ হোসেন জানান, উপজেলার ভগিরথপুর বাজারের শুক্রবার বিকেলে ওই প্রবাসীর স্ত্রীকে তার ভাইয়ের বাসায় একা পেয়ে বখাটে যুবক শহিদুল ইসলাম সাগর ধর্ষণ চেষ্টা করে শ্লীলতহানি ঘটায়। এ সময় ওই প্রবাসীর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটে যুবক শহিদুল ইসলাম সাগরকে ধরে থানায় সোপর্দ করে। পরে রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর আদালতে হাজির করলে তিনি বখাটে শহিদুল ইসলাম সাগরকে ৬ মাসের এ কারাদন্ডাদেশ দেন।
Comments
আরও পড়ুন





