প্রধান মন্ত্রীর প্রতি আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান নির্বাচন থেকে সরে গেলেন

স্টাফ রিপোর্টার: কেন্দ্রের নির্দেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের আ.লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান (আপেল প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুর মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পিরোজপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. শ ম রেজাউল করিমের নির্বাচনী কার্যালয়ে এসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় দলের সভানেত্রীর প্রতিনিধি আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল হক মিঠুসহ আওয়ামী লীগ ও সংগঠনের সহযোগী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান (পদত্যাগী) আশরাফুর রহমান আ.লীগের মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। অবশেষে মহাজোট প্রার্থী জাপার নেতা ডা: রুস্তম আলীর কারনে তিনি কেন্দ্রের নির্দেশ মোতাবেক এ আসন থেকে সরে দাড়ান।
Comments
আরও পড়ুন





