প্রতারণা মামলায় দোকান ম্যানেজারের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরশহরের মায়ের দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার মানিক চন্দ্র রায় (২৭) এর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক আল ফয়সাল জামিন নামঞ্জুর করে মানিককে জেল হাজতে পাঠায়। মানিক চন্দ্র রায় উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের সুনীল চন্দ্র রায়ের পুত্র।
আদালত সূত্রে জানা যায়, মানিক রায় শহরের কেএম লতিফ মার্কেটের মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুজ্জামান এর রড সিমেন্টের দোকানের ম্যানেজার। তিনি দীর্ঘ ৭/৮ বছর ওই দোকানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। দোকানে থাকাবস্থায় ম্যানেজার মানিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামানের কাছ থেকে ইসলামী ব্যাংক ও আল-আরাফা ইসলামী ব্যাংক মঠবাড়িয়া শাখার চেকের মাধ্যমে ৬ লাখ ৭৮ হাজার ৫শ টাকা ধার নেয়। এরপর থেকে মানিক ওই ব্যবসা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে কামরুজ্জামান তার পাওনা টাকা ফেরত চেয়ে চাপ দিলে সে টাকা পরিশোধে টালবাহানা শুরু করে। পরে স্থানীয় শালিস ব্যবস্থায় নগদ ৫১ হাজার টাকা পরিশোধ করলেও বাকী টাকা দিতে গড়িমসি করতেছে। এছাড়াও মায়ের দোয়া এন্টারপ্রাইজে থাকাকালীন সময়ে কামরুজ্জামানকে না জানিয়ে মানিক প্রতারণামূলক ভাবে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের নামে ভুয়া প্রতিষ্ঠানের ভাউচারের মাধ্যমে নিজেই মালিক সেজে বিভিন্ন সময় কাস্টমারদের নিকট হইতে ইট, রড, সিমেন্ট, বালু বিক্রি বাবদ ১৯ লাখ ১৯ হাজার টাকা প্রতারণা মূলক ভাবে আত্মসাৎ করে। এ ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কামরুজ্জামান বাদী হয়ে একটি মিস পিটিশন দায়ের করেন। যার নং ৩১৩/২০ তারিখ- ১৮/০৮/২০২০। ওই মামলায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক গত ০১/০৯/২০২০ তারিখ তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালত প্রতিবেদন পেয়ে গত ১১ অক্টোবর’২০ মানিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। গ্রেফতারী পরোয়ানা নিয়ে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।
Comments
আরও পড়ুন





