পৌর শহরের ব্যবসায়ীর দোকান চুরির নাটক সাজানোর প্রতিবাদে বণিক সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ফার্মেসী রোডে তামিম টেলিকম নামে মোবাইলের দোকানে চুরির নাটক সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বণিক সমিতি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় মঠবাড়িয়া বণিক সমিতির কার্যালয়ের সাধারণ সম্পাদক শামসুল হাসান খোকা মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলেন, তামিম টেলিকমের মালিক মিরাজ দাবী করেছে গত ২৭ ডিসেম্বর’ গভীর রাতে তার মোবাইলের দোকান চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা তালা কেটে দোকানে ডুকে এন্ড্রয়েড ২৫টি মোবাইল সেট, নগদ ১লাখ ৪৫হাজার টাকা চুরি করে নেয়। মিরাজ এ খবর তিনি দ্রুত ছড়িয়ে দিয়ে আশপাশের দোকানী ও তার স্বজনদের দ্বারা বণিক সমিতির পাহাড়া ও আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অশ্লীল মন্তব্য করে। কিন্তু বণিক সমিতির সদস্যরা ওই দোকানের সামনে “মোবাইল প্লাস” নামক দোকানের সিসি ফুটেজে দেখা ঘটনার দিন সকাল ৬.৩৪ মিনিটের সময় একটি চক্র মিরাজের দোকানের ৩ টি তালা কাটে এবং একটি তালা কাটতে না পারায় ঝুলানো রয়েছে। ওই সময় চোরেরা দোকানে ডুকতে না পারায় চুরির মতো কোন ঘটনা ঘটেনি। বণিক সমিতি মনে করেন বিভিন্ন দেনার কারনে এটা মিরাজের সাজানো নাটক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম জমাদ্দার, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী শফিকুর রহমান, ব্যবসায়ী সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, সিয়াম গার্মেন্টস এর স্বত্তাধিকারী সাংবাদিক মিজানুর রহমান মিজু, আরিফ ট্রেডার্সের মালিক মো. আরিফুর রহমান সোহাগসহ পৌর শহরের শতাধিক ব্যবসায়ি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





