পৌর প্রশাসকের দায়িত্বভার বুঝে নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরসভার প্রশাসক হিসেবে দ্বায়িত্বভার বুঝে নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌরসভার সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে দ্বায়িত্বভার অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, অধ্যক্ষ আজীম উল হক, প্রধান হিসাব রক্ষক মো. হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন, জেলা আ‘লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর তাহেরুন নেসা, সালেহা ইসলাম, সাবেক কাউন্সিলর শফিকুর রহমান, মতিয়ার রহমান মিলন, মো. রুহুল আমিন, হারুন অর রশিদ, সগীর হোসেন, কাজী কামাল হোসেন, মো. ইউসুব আলী মৃধা, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এসময় সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, একাধারে দীর্ঘ ২৩ বছর মেয়র হিসেবে কাজ করতে গিয়ে সফলতার পাশাপাশি ব্যর্থতাও রয়েছে। অনেক কাজ এখনও অসমাপ্ত রয়েছে। সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি (উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক) অত্যান্ত সফলতার সাথে সকল দায়িত্ব পালন করবেন। তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে আমি প্রস্তুত রয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, পৌরসভার অসমাপ্ত কাজগুলো সফলতার সাথে সম্পন্ন করব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা প্রজ্ঞাপণ মূলে বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং বিধি মোতাবেক মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দানের গেজেট প্রকাশ করেন।
Comments
আরও পড়ুন





