পৌরশহরের মাছ ও মাংসের বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঠবাড়িয়ায় মাছ বাজার ও মাংসের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (৬ মে) সন্ধ্যায় পৌরশহরের মাছ বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস মাপে কম দেয়ায় মাছ ব্যবসায়ী ইউসুফ আলী (৪৫), ইউসুফ মিয়া (৪০) ও আলামিন (২৫) কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, এ অভিযান পুরো রমজান মাসে জুড়ে অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





