পূর্ব শত্রুতার জের ॥ মঠবাড়িয়ায় প্রধান শিক্ষককে দুর্বৃত্তদের হাতুরী পেটা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষককে চলন্ত মটরসাইকেল থেকে নামিয়ে হাতুরী পেটা করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১০ জুন) রাতে পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের সম্মুখ সড়কে এ ঘটনা ঘটেছে। আহত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম (৫০) কে ওই রাতেই পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আন্দারমানিক গ্রামের কাছেম আলী সরদারের ছেলে ও উপজেলার ৭৪ নং পশ্চিম মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম রোববার রাত ১০টার দিকে মঠবাড়িয়া থেকে মটরসাইকেলযোগে কালিরহাট শশুর বাড়িতে যাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের মেটাতে ওৎঁ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা টেনে হেচরে মটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড় ও হাতুড়ি দিয়ে এলোপাতারি আঘাত করলে মুখমন্ডল থেতলে যায় এবং রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে য়ায়।
এব্যাপারে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার শিক্ষকের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





