পূর্ব শত্রুতার জেরে যুবককে হাতুরী পেটা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার ইউসুফ হাওলাদার (৩৫) নামের এক যুবককে হাতুরী পেটা করেছে প্রতিপক্ষরা। সোমবার (১৭ মে) রাতে উপজেলার বাশবুনিয়া গ্রামের স্থানীয় পান্না চৌকিদারের বাড়ী সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। স্বজনরা গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি ঘটে। পরে ওই রাতেই পরিবারের সদস্যরা সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করান। আহত ইউসুফ বাশবুনিয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের পুত্র।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাশবুনিয়া গ্রামের মৃত মজিদ মাতুব্বরের পুত্র এমাদুল মাতুব্বরের সাথে প্রতিবেশী মৃত সোবাহান হাওলাদারের পুত্র মটরসাইকেল চালক ইউসুফ হাওলাদারের তুচ্ছ ঘটনা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধ নিয়ে স্থানীয় ঝাউতলা বাজারে দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায় সোমবার রাতে বাড়ী ফেরার পথে ওঁৎ পেতে থাকা এমাদুল ও তার দলবল ইউসুফকে ধরে হাতুরী দিয়ে বেধরক মারধর করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও জড়িতদের আটকের পুলিশি অভিযান অব্যহত আছে।
Comments
আরও পড়ুন





