পুলিশের বিশেষ অভিযানে এক রাতে গ্রেফতার-২০
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ২০জনকে গ্রেফতার করেছে। বুধবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত পলাতাক ২০ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার উত্তর ভেচকী গ্রামের বাদশা মিয়া, রুস্তুম আলী, ফোরকান মৃধা, দক্ষিণ মিঠাখালী গ্রামের মজিবর রহমান হাওলাদার, চরকখালী গ্রামের জহির খান, ধানীসাফা গ্রামের ইব্রাহিম খান, আলম, সেলিম হাওলাদার, রত্তন সরদার, পাতাকাটা গ্রামের কুলসুম বেগম, উদয়তারা বুড়িরচড় গ্রামের মনি হাওলাদার, সোহেল তালুকদার, আমড়াগাছিয়া গ্রামের সোহেল, বিশ^জিত শীল, তাপষ শীল, শংকর শীল, দক্ষিণ টিয়ারখালী গ্রামের হাওয়া বেগম, নাগ্রাভাংগা গ্রামের ফারুক, উত্তর বড়মাছুয়া আলী হোসেন ও পৌর শহর ১নং ওয়ার্ডের আলামীন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





