পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তাজউদ্দিনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া প্রেসক্ল্াবে তিনি সংবাদ সম্মেলন করে এ আসন থেকে আ’লীগের মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার সুদীর্ঘ রাজনৈতিক কর্মকান্ডে এ আসনের এলাকার মানুষ তাকে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহিত করেছেন। তাই তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িত। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তার্জাতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে থেকে তিনি সফলতার সাথে দায়িত্বপালন করেছেন। বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হিসেবে সক্রিয় ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, জন নেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। মনোনয়ন না পেলেও দলীয় সিন্ধান্তে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Comments
আরও পড়ুন





