পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯টি চোরাই গরু উদ্ধার ॥ মটরসাইকেল ও ট্রলার জব্ধ
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় স্থানীয় ভগিরথপুর বাজারের একটি পরিত্যাক্ত স্বমিলের ঘর হতে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। গরু উদ্ধার করলেও সংশ্লিষ্ট গরু চোর মন্টু কবিরাজ পালিয়ে যায়। মন্টু কবিরাজ পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার আজাহার কবিরাজের পুত্র।
থানা পুলিশ জানায়, মন্টু কবিরাজ দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া-ভান্ডারিয়ার বিভিন্ন এলাকা হতে রাতের আধারে কৃষকদের গরু চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ভগিরথপুর বাজার সংলগ্ন কবির মিস্ত্রীর পরিত্যাক্ত স্বমিলে অভিযান চালায়। এসময় ৫টি গাভী, একটি হালের বলদ ও ৩টি বাছুর সহ মোট ৯টি গরু আটক করে এবং গরু চুরির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও একটি ট্রলার জব্ধ করে। আটককৃত গরু এবং ট্রলার স্থানীয় ভগীরথপুর পুলিশ ফাড়িতে জমা রাখা হয়েছে।
মঠবাড়িয়া থানার সেকন্ডে অফিসার এসআই জাহিদ হাসান জানান, মন্টু কবিরাজ একজন চিহ্নিত ডাকাত। সে গত কয়েকমাস ধরে পিরোজপুর-মঠবাড়িয়া-ভান্ডারিয়া-কাঠালিয়া-পাথরঘাটার লোকালয়ের কৃষকদের গরু ট্রলারযোগে এনে ভগিরথপুর বাজার সংলগ্ন কবির মিস্ত্রীর একটি পরিত্যাক্ত স্বমিলে রাখত। স্থানীয়দের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। গোপন সংবাদ পেয়ে তার এ আস্তানায় হানা দিয়ে চোরাই গরু উদ্ধার করা হয়। আটককৃত গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা। তিনি আরও জানায় এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
মঠবাড়িয়া অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, গরুর মালিকদের খোঁজা হচ্ছে। গরুর মালিক পাওয়া গেলে লিখিত অভিযোগ নিয়ে গরু চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





