পিরোজপুরেও শ্রেষ্ঠ শিক্ষিকা আঞ্জুমানারা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মডেল সরকারী প্রা: বি:
স্টাফ রিপোর্টার: পিরোজপুরেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ তে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা আঞ্জুমান আরা (লাকি) ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে মঠবাড়িয়া ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। আঞ্জুমান আরা উপজেলার ২২ নং উদয়তারা বুড়িরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
জেলার যাচাই বাছাই কমিটির আহবায়ক, জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ এ কমিটি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ঝড়ে পড়া রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করেন। গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জনের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ ও বিভাগীয় উপ পরিচালক এস.এম ফারুকের দিক নির্দেশনা, পরামর্শে সঠিক ভাবে বিদ্যালয় পরিচালিত হওয়ায় এবং গত ৩ বছরের ফলাফল ও বিভিন্ন ক্যাটাগরীতে বিচারকদের মূল্যায়নে তার বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হতে পেরেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
২ নং ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদারের সহধর্মিনী ও শ্রেষ্ঠ শিক্ষিকা আঞ্জুমান আরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি শিক্ষার মান উন্নয়নে আরও ভাল শিক্ষক হতে চাই। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার পেতে চাই।
এদিকে আঞ্জুমানারা শ্রেষ্ঠ শিক্ষক ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়ার বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
Comments
আরও পড়ুন





