পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আনন্দ র্যালি

স্টাফ রিপোর্টার: আগামী ২৫জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি করেছে পিরোজপুরের মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ এ সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কেএম লতিফ ইনষ্টিটিউশনের কোমলমতি শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর মূর্যাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা কমান্ডের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান রিয়াজ উদ্দিন আহম্মেদ, যুদ্ধকালীন কমান্ডার মজিবুল হক খান মজনু, এমাদুল হক খান, সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, রফিকুল ইসলাম জালাল, হাবিবুর রহমান শরীফ প্রমূখ।
Comments
আরও পড়ুন





