পঞ্চাশোর্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টা
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পঞ্চাশোর্ধ এক ব্যবসায়ীর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ছাত্রী (১০) কে তিন দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ওই শিশু ছাত্রীর দাদী বাদী হয়ে ধুপতী গ্রামের ছত্তার হাওলাদারের পুত্র দেলোয়ারকে আসামী করে গতকাল বুধবার (১৬ অক্টোবর) মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সদ্য সৌদি যাওয়া শ্রমিকের কন্যা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে গেলে নিকটস্থ মুদি ব্যবসায়ী দেলোয়ার দোকানে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে গত কয়েকদিন ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই ছাত্রী তার বৃদ্ধ দাদা-দাদীর কাছে বিষয়টি জানালে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ হাসান জানান, অভিযুক্ত যৌন অপরাধী দেলোয়ার ঘটনার পর থেকে ঘা ঢাকা দিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে। তিনি আরও জানান, ওই ভিকটিম বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে বিজ্ঞ বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে।
Comments
আরও পড়ুন





