ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজির চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার: মাছের উৎপাদন ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ আমিষের চাহিদা পূরণ করতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-ওও প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্প এর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নত প্রযুক্তির প্রদর্শণী বাস্তবায়নে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার, সাইনবোর্ডসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন ইউনিট (এনএটিপি-২) এর ঢাকা মৎস্য অধিদপ্তরের পরিচালক এস,এম মনিরুজ্জামান, পিরোজপুর জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (অ: দা:) মোঃ মোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নরোত্তম মজুমদার, এফএ মোঃ মনিরুজ্জামান ফরাজী ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Comments
আরও পড়ুন





