নৌকার সমর্থকদের ওপর বিদ্রোহীর হামলা, মামলা ও বাড়ি ছাড়ার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার: গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ার ১১ নং বড়মাছুয়া ইউনিয়নে আ’লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আয়শা আক্তার মনি বিজীয় বিদ্রোহী চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের বিরুদ্ধে তার কর্মী-সমর্থকদের উপর হামলা, মামলা ও বাড়ী ছাড়ার হুমকির অভিযোগ করেছেন। পরাজিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোসা: আয়শা আক্তার মনি সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আয়শা আক্তার মনি বলেন, আমি দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী। বিজয়ী চেয়ারম্যান মো: নাসির হোসেন হাওলাদারকে আ’লীগের অনুপ্রবেশকারী এবং স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান হিসেবে জামায়াত বিএনপির সাথে গোপনে আতাত করে কালো টাকার বিনিময়ে সে বিজয়ী হয়। নির্বাচনের দিন বিকেল থেকে নৌকার কর্মী সমর্থকদের কুপিয়ে ও নির্যাতন করে ১২/১৩ জন কর্মীকে আহত করেছে। শত শত নৌকার কর্মী-সমর্থকের বাড়ি-ঘরে হামলা করে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করেন। খেজুরবাড়িয়া হিন্দুদের উপর হুমকি দিয়ে তাদের জিম্মি করে রাখা হয়েছে। তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। নাসিরের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হামলায় বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওই ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফরিদ আহমেদ, ছাত্রলীগ নেতা রুবেল আহত হয়েছেন বলে তিনি জানান। এছাড়াও আ’লীগ নেতাকর্মী, নৌকা সমর্থক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুহুল তালুকদার, ঠুঠাখালী গ্রামের নাসির ফকির, উত্তর বড়মাছুয়া গ্রামের ইউনুসকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। লিখিত বক্তব্যে মনি আরও বলেন, বিজয়ী চেয়ারম্যান ও তার সমর্থকদের ভয়ে বড়মাছুয়া বাজারের মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা ব্যবসায়ী আলমগীর হোসেন, শামীম হাওলাদার, জাফর মৃধা, ফজলুল হক মৃধা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না। এজন্য তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আব্দুল লতিফ, চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীকারী যুবলীগ নেতা মাইনুল ইসলাম, নাসির বাহিনীর হাতে নির্যাতিত মো: রুহুল আমিন তালুকদার (৪৮), নাসির ফকির (৫০), ইউনুস ফকির (৪৯), ফারুক তালুকদার, রুবেল ও জামাল প্রমূখ।
বড়মাছুয়া ইউপির বিজয়ী চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
Comments
আরও পড়ুন





