নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যার চেষ্টা ॥ কলেজ ছাত্রলীগের সভাপতিসহ আসামী ১৭ জন

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় রোববার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর শহরে ইদ্রিস মিয়া (২৬) নামের এক স্বেচ্ছা সেবকলীগের সাবেক নেতা ও মাদ্রাসার নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। সংকটজনক অবস্থায় ইদ্রিসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাতুব্বর বাদী হয়ে রোববার রাতে আকরাম হোসেন (২৫) কে প্রধান ও আমিনুল ইসলাম, ফল সোহেল ও কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী সহ ৯ জন নামীয় ও অজ্ঞাত ৮ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। পুলিশ ওই রাতেই তরিকুল ইসলাম (২৫) নামে একজন আসামীকে গ্রেপ্তার করেছে। তারিকুল ইসলাম উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নূরুল হক মল্লিকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলা যুরলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মাতুব্বরের পালিত ছেলে নৈশ প্রহরী ইদ্রিস হোসেন গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্রে অধ্যক্ষের সই করে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের স¦াক্ষর নেয়ার জন্য পৌর শহরে আসে। এসময় তার ব্যবহৃত গাড়িটি নষ্ট হয়ে গেলে মেরামত করার জন্য ওই দিন সন্ধ্যায় ডাক বাংলোর সামনে কেএম লতীফ মসজিদের রাস্তা দিয়ে মটর গ্যরেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় পূর্বের রাজনৈতিক বিরোধের জের ধরে ওৎ পেতে থাকা সন্ত্রাসী আকরাম হোসেন, আমিনুল, ফল সোহেলসহ ১৬/১৭ জনের একটি দল ইদ্রিসের গতিরোধ করে। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা ইদ্রিসকে রাস্তায় ফেলে এলোপাতারী কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেপ্তারকৃত তরিকুলকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের প্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় শহরের অবস্থা থমথমে বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ হামলার ঘটনায় রোববার রাতে তৎক্ষণিক পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল সোহেল, পৌর যুবলীগ নেতা তৌহিদ সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোপাল রায় প্রমূখ।
Comments
আরও পড়ুন





