নিয়ন্ত্রন হারিয়ে টমটম চালকের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বেপরোয়া গতিতে চালানো টমটম নিয়ন্ত্রন হারিয়ে রাসেল হাওলাদার (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি মঙ্গলবার বিকেলে উপজেলার বড়মাছুয়া-মঠবাড়িয়া সড়কের স্থানীয় কালিরহাট নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রিক্সা চালক হারুন হাওলাদারের পুত্র টমটম ড্রাইভার রাসেল হাওলাদার বিকেলে সিমেন্ট বোঝাই মাল গোলায় রেখে দ্রুত গতিতে টমটম চালিয়ে ফেরার পথে কালিরহাটে কাচারী বাড়ী সরকারী পুকুর সংলগ্ন রাস্তার পাড়ের গাছের সাথে ধাক্কা খেলে সে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল যাবার পথে ভান্ডারিয়ার ইকরি সড়ক অতিক্রান্ত হলেই পথেই তার মৃত্যু ঘটে।
এক সন্তানের জনক যুবক রাসেলের আকষ্মিক মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
Comments
আরও পড়ুন





