নির্বাচনী সহিংসতা : আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার গুসিাখালী ও আমড়াগাছিয়ায় সহিংসতার ঘটনায় আ’লীগ সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছে। নৌকা প্রতীকের পক্ষে রোববার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আ.লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস। পৌর মেয়রের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান দলীয় মনোনয়ন না পেয়ে তার ভাই স্বতন্ত্র প্রার্থী (আনারস) রিয়াজ উদ্দিনের সমর্থকরা নির্বাচনে পরাজয় জেনে আমড়াগাছিয়া ও গুলিসাখালীতে সন্ত্রাসী হামলা চালিয়ে নৌকার প্রার্থী ও ইউপি চেয়ারম্যানসহ তার সমর্থকদের আহত করে নির্বাচনী পরিবেশ বিনস্টের চেষ্টা চালাচ্ছে। হামলায় নৌকার প্রার্থীসহ ২৪জন গুরুতর জখম হয়। এ হামলার ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তিনি শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি আরও অভিযোগ করেন ইতিমধ্যে উপজেলা পরিষদের ৮ ইউপি চেয়ারম্যানদের সাথে অসাধ আচারণের কারণে এডিপির টাকা ফেরৎসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাহত হয়। তিনি ওই দুটি স্থানে হামলার জন্য সাবেক পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও তার ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদকে সরাসরি এ হামলার জন্য দায়ী করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ তার নির্বাচনী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগে বলেন, শনিবার রাত ১০ টার দিকে নৌকার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের নেতৃত্বে গুলিসাখালী বাজারে তার (আনারস প্রতীক) নির্বাচনী কার্যালয় ও ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাংচুর করে এবং তার সমর্থক ইউপি সদস্য আলাউদ্দিনকে মারধর করে। এতে স্থানীয় জনতা প্তি হয়ে নৌকা প্রার্থী ও সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। তিনি আরও বলেন, নৌকার সমর্থকরা পরাজয় জেনে পৃথক হামলা চালিয়ে স্বতন্ত্র (আনারস) প্রতিকের এ পর্যন্ত ১৩টি মোটরসাইকেল, ২টি অফিস ও ২২জন সমর্থকের ওপর হামলা চালিয়ে আহত করে।
Comments
আরও পড়ুন





