নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জনি হত্যা মামলার আসামী পৌর মেয়রসহ ১০জনের জামিন

নিজস্ব প্রতিবেদক ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যা মামলার আসামী উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রাথী ও উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ এবং দুই ইউপি চেয়ারম্যানসহ ১০জনকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট এর একটি বেঞ্চ। আসামী পক্ষের আইনজীবি আমাগ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) আসামীরা হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি মামনুন ও বিচারপতি জামান ইসলাম এর হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, যুবলীগ নেতা আবুল কালাম মোল্লা, বাবু শরীফ, লাভলু তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক মাইনুল আহসান, আ’লীগ নেতা বাচ্চু ব্যাপারী ও বশির হাওলাদার।
উল্লেখ্য, গত ২৩ মার্চ শনিবার রাতে উপজেলার গুলিসাখালী বাজারে নৌকা মার্কার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ১৯ নেতা কর্মীকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ ঘটনার জের ধরেই গত ২৫ মার্চ সোমবার সকালে গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের একটি মাঠের মধ্যে নৌকার সমর্থকরা ৫০/৬০ জনের একটি দল স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জনি তালুকদারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। পরে চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে ভান্ডারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জনি তালুকদারের চাচা ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন তালুকদার বাদি হয়ে নৌকা প্রতীকের প্রধান নির্বাচন সমন্বয়কারী উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজসহ ৩৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত নামা ২০/৩০জনকে আসামী করে মামলা করে।
Comments
আরও পড়ুন





