নির্বাচনী প্রচারণার জাপা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা, মাইক ভাংচুর ও ছিনিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাংচুর করে নিয়ে গেছে আ‘লীগ প্রার্থীর কর্মীরা। এমনকি পেশী শক্তি দেখিয়ে তার কর্মীদের প্রচারের জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেন না। উপজেলার ৪ নং দাউদখালী ইউপির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ¦ মোঃ সেকান্দার আলী খান বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মঠবাড়িয়া ডাক বাংলোয় সংবাদ সম্মেলনে আ‘লীগ (নৌকা) প্রার্থী মো. ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এসকল ঘটনায় তিনি থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির মৃধা, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আব্দুর রহমান আল নোমান প্রমুখ।
আ‘লীগ মনোনীত প্রার্থী মো. ফজলুল হক রাহাত খান (নৌকা প্রতীক) এসকল অভিযোগ অস্বীকার করেন, আমার প্রতিপক্ষ প্রার্থী নির্বাচনে হেরে যাবেন ভেবে আমার বিরুদ্ধে প্রতিহিংসা মূলক প্রচার চালাচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য- গত (২৮ ডিসেম্বর) মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান মঠবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখবেন বলে প্রার্থীদের আশ^স্ত করেন।
Comments
আরও পড়ুন





